দর পতনের শীর্ষে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-১১ ১৫:৪০:৩২


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৩২৩ বারে ২১ লাখ ৮৮ হাজার ৩৫৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৪ দশমিক ৪০ শতাংশ কমেছে। ফান্ডটি ৮৭৮ বারে ৩৮ লাখ ১৩ হাজার ৭৪৪ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৩ দশমিক ৮৫ শতাংশ কমেছে। ফান্ডটি ৫৯ বারে ১ লাখ ৩৬০ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২.৯৯ শতাংশ, লিব্রা ইনফিউশনসের ২.৯৯ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ২.৯৮ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২.৯৮ শতাংশ, নাভানা ফার্মার ২.৯৮ শতাংশ, কেএন্ডকিউয়ের ২.৯৮ শতাংশ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ২.৯৭ শতাংশ দর কমেছে।

 

এসকেএস