জাবির পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগে রাজনীতি নিষিদ্ধ
সানবিডি২৪জাবি প্রতিনিধি আপডেট: ২০২৪-০৮-১২ ০৮:৪২:৪৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগে সকল শিক্ষক ও শিক্ষার্থীর আলোচনা সাপেক্ষে বর্তমানে এবং ভবিষ্যতে সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১১ আগস্ট) উক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করে বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের আলোচনা সাপেক্ষে বিভাগ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বর্তমানে ও ভবিষ্যতে সকল ধরনের রাজনীতিতে অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।
এতে আরো উল্লেখ করা হয়, বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পাবলিক হেলথ একটি সম্ভাবনাময় বিষয়। বিভাগের সকল কার্যক্রম সুষ্ঠু ও অবাধে পরিচালনার লক্ষ্যে উক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে যদি কাউকে কোন রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে দেখা যায় তাকে বিভাগে সম্পূর্ণরূপে অবাঞ্চিত ঘোষণা করা হবে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ থেকে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী দেশ এবং দেশের বাইরে শিক্ষা ও গবেষণা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এম জি