ভারতের বাজারে মিলবে লেনেভো জেট টু প্লাস

প্রকাশ: ২০১৬-০৯-২৬ ১৫:৫১:৫৩


lenovo_web-2স্যামসাং, এলজি, মাইক্রোম্যাক্সের সঙ্গে পাল্লা দিয়ে ভারতের বাজারে এগিয়ে চলেছে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা লেনোভো৷ বৃহস্পতিবার লঞ্চ করল এই কোম্পানির নয়া মডেল Lenovo’s Z2 Plus৷ চলতি বছর চিনে জুক Z2 নামে যে মডেলটি লঞ্চ করা হয়েছিল, সেটিই নতুন নাম নিয়ে এ দেশে এল৷ একই নামের দু’রকম ফিচারের মডেল কেনার সুযোগ পাবেন ক্রেতারা৷ একটি 3GB ব়্যাম ও 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত৷ এবং অন্যটি 4GB ব়্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট৷ ফিচার অনুযায়ী ধার্য হয়েছে মডেল দু’টির দাম৷ এই দু’টি ফিচার ছাড়া স্মার্টফোনটির বাকি ফিচারগুলি মোটামুটি একই৷ চলুন সেদিকেই এক নজর চোখ বুলিয়ে নেওয়া যাক৷

  • অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো ভার্সনের মডেলটির মধ্যে ‘গুগল নাও লঞ্চার’ আগে থেকেই লোড করা রয়েছে৷
  • ফাইবার গ্লাস ফ্রেম যুক্ত সেটটিতে রয়েছে U Health App৷ এটি কোম্পানির নিজস্ব অ্যাপ, যেখানে চিকিৎসা সংক্রান্ত যে কোনও তথ্য অনায়াসেই পেয়ে যাবেন৷
  • ডুয়াল সিমের স্মার্টফোনটিতে 4G ও 3G সিম ব্যবহার করা যাবে৷
  • ৫ ইঞ্চি স্ক্রিনের মডেলটিতে অবশ্য আলাদা করে মেমোরি কার্ড লাগানোর ব্যবস্থা নেই৷ তবে ইন্টারনাল স্টোরেজেই আপনার মন-পসন্দ ভিডিও, অডিও বা ছবিগুলি স্বচ্ছন্দে জায়গা করে নিতে পারবে৷
  • তবে Lenovo’s Z2 Plus-এর ক্যামেরার তারিফ করতেই হয়৷ ১৩ এমপি-র রিয়ার ক্যামেরা সঙ্গে থাকলে আর ডিজি ক্যামের প্রয়োজন কী! সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল-যুক্ত ফ্রন্ট ক্যামেরা৷
  • 3500mAh ব্যাটারি যুক্ত এই মডেলে রয়েছে চার্জিং কাট-অফ ফিচার৷ অর্থাৎ, একবার ফুল চার্জ হয়ে গেলে মোবাইলটি নিজে থেকেই চার্জ হওয়া বন্ধ করে দেবে৷ অনেক সময় অতিরিক্ত চার্জের জন্য মোবাইলের ব্যাটারি বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থেকে যায়৷ সেই কারণেই এই বিশেষ ফিচার৷

আজ, রবিবার থেকে ই-কমার্স সাইট আমাজনে Lenovo’s Z2 Plus-এর বিক্রি শুরু হবে৷ সাদা ও কালো, দু’টি রঙই পেয়ে যাবেন৷ দাম? 3GB ব়্যাম বিশিষ্ট মডেলটি পাবেন ১৭,৯৯৯ টাকায় এবং 4GB ব়্যামের মডেলটির দাম ১৯,৯৯৯ টাকা৷ তাহলে আর দেরি কেন? পুজোর আগে হাতে গরম স্মার্টফোনটি পেতে এখনই অর্ডার দিয়ে ফেলুন!