এমপি আমানুর রহমানের জামিন নামঞ্জুর
আপডেট: ২০১৬-০৯-২৬ ১৭:৪৮:১৯
টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন নামঞ্জুর করেছে আদালত। সোমবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন।
আমানুর রহমান খান রানা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি।
রবিবার আমানুর রহমানের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। আবেদনে বলা হয়, জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। সংসদ থেকে তাকে অধিবেশনে যোগদানের জন্য চিঠি দেয়া হয়েছে। তিনি যাতে সংসদ অধিবেশনে অংশ নিতে পারেন সে জন্য জামিন প্রয়োজন।
আজ এ বিষয়ে শুনানি শেষে বিচারক সংসদ সদস্য আমানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইলে তার কলেজপাড়ার বাসার সামনে পাওয়া যায়। এর তিন দিন পর তার স্ত্রী টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।