অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজমের শপথ আগামীকাল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-১২ ১৬:৪৩:৪৮


অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম আগামীকাল মঙ্গলবার শপথ গ্রহণ করবেন। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করাবেন।

সোমবার (১২ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৩ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর গত রোববার (১১ আগস্ট) আরও দুই উপদেষ্টা শপথ নেন।

অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে তিনি শপথ নিতে পারেননি। তিনি গতকাল রোববার রাতে দেশে পৌঁছেছেন।

বিএইচ