আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-১২ ১৮:১৭:৫৭


দীর্ঘ ২৭ দিন পর আগামী ১৫ আগস্ট থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। সে উপলক্ষ্যে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

সোমবার (১২ আগস্ট) বিকেল ৫টা থেকে অনলাইন ও স্টেশনগুলোর কাউন্টারে এই টিকিট পাওয়া যাচ্ছে। তবে আজ থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

এ বিষয়ে গতকাল রোববার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট ১২ আগস্ট বিকেল ৫টা থেকে ক্রয় করা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিএইচ