ভারতে ৩ বাংলাদেশীসহ ৬ জেএমবি আটক

আপডেট: ২০১৬-০৯-২৬ ১৮:৩৭:৫২


jmbজামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ছয় সদস্যকে আটক করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তারা কলকাতা শহরে হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করছে পুলিশ। এদের মধ্যে তিন জন বাংলাদেশী রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটকদের কাছ থেকে কয়েকটি ল্যাপটপ, ভুয়া নথিপত্র, বিস্ফোরক এবং সেলফোন জব্দ করা হয়েছে। দুই বছর আগে পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা হামলার ঘটনায় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এর গঠিত অভিযোগপত্রে এদের পাঁচজনের নাম রয়েছে। তাদের পশ্চিমবঙ্গে এবং আসাম থেকে আটক করা হয়েছে।

কলকাতা পুলিশের বিশাল গার্গ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, এই সন্ত্রাসীরা বর্ধমান জেলার খাগড়াগড়ে বিস্ফোরণের পর পলাতক ছিল। এদের তিন জন বাংলাদেশী এবং বাকি তিন জন ভারতীয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি বাড়িতে বিস্ফোরণে দুজন নিহত হয়। এ ঘটনা তদন্তের দায়িত্ব নিয়ে এনআইএ কর্মকর্তারা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সম্পৃক্ততার কথা জানায়।

ওই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করছে এনআইএ, যার মধ্যে শেখ রহমতুল্লাহ সাজিদসহ কয়েকজন বাংলাদেশীও রয়েছে বলে তাদের দাবি।

এ বিষয়ে তদন্ত ও তথ্য বিনিময়ের জন্য এনআইএর চার সদস্যের একটি দল ওই সময় বাংলাদেশ সফর করে গেছে।

সূত্র: আইবিটাইমস