স্ত্রী-ছেলেসহ সাবেক এমপি মোহাম্মদ আলী কারাগারে

সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০৮-১২ ২০:৩৩:২৭


নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলীকে স্ত্রী-ছেলেসহ কারাগারে পাঠানো হয়েছে। তার স্ত্রী আয়েশা ফেরদাউস ওই আসনের সাবেক সংসদ সদস্য এবং ছেলে আশিক আলী অমি ওই উপজেলার উপজেলা চেয়ারম্যান।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার বিকেলে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে তার স্ত্রী ও ছেলেসহ কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

এরআগে রোববার (১১ আগস্ট) ভোরে তাদেরকে হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর কৈলাস এলাকার বাড়ি থেকে হেফাজতে নেয় নৌবাহিনী। পরে থানায় সোপর্দ করলে পুলিশ ৫৪ ধারায় তাদের আদালতে সোপর্দ করে।

হাতিয়া থানার উপ-পরিদর্শক মো. মতিউর রহমান আদালতে পাঠানো প্রতিবেদনে জানান, গ্রেফতার মোহাম্মদ আলী (৬৮), তার স্ত্রী আয়েশা ফেরদাউস (৬২) ও ছেলে আশিক আলী অমি (৪২) বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সাবেক সংসদ সদস্য ও উপেজেলা চেয়ারম্যান। তারা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও মানবাধিকার লঙ্ঘনসহ হাতিয়া উপজেলার সাধারণ জনগণের মৌলিক অধিকার হরণ করেন। তারা হাতিয়ার বিভিন্ন ঘাটে নিজেদের যানবাহনে লোকজনকে পারাপারে দ্বিগুণ ভাড়া আদায়সহ লুটপাটের রাজত্ব কায়েম করে। স্বৈরাচারী সরকারের পতনের পর এলাকায় অবস্থান করে পুনরায় দলীয় লোকজনের মাধ্যমে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির পাঁয়তারা করায় নৌবাহিনী তাদের আটক করে। গুরুতর ধর্তব্য অপরাধ ও নৈরাজ্য সৃষ্টি করার সন্দেহে তাদের ৫৪ ধারা গ্রেফতার করে হেফাজতে নিয়ে আদালতে উপস্থাপন করলাম।

বিএইচ