সাব্বিরের জরিমানা

প্রকাশ: ২০১৬-০৯-২৬ ১৮:৩৩:১৬


sabbirrahmanম্যাচ এতটা কঠিন হবে কে ভেবেছিল! ২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ম্যাচকে একেবারে নিজেদের হাতের মুঠোয় নিয়ে ফেলেছিলো আফগানিস্তান। অবশেষে আফগানদের হাতের মুঠো থেকে ম্যাচটা বের করে আনলেন সাকিব-তাসকিনরা। আর ৭ রানের শ্বাসরূদ্ধকর একটি জয় উপহার দিলেন তারা বাংলাদেশকে।

তবে জয়ের এ ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে শাস্তি পেতে হচ্ছে সাব্বির রহমানকে। বাংলাদেশের তরুণ এই ব্যাটসম্যানের ম্যাচ ফির ৩০ শতাংশ কাটা যাবে।

আইসিসি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেদের ফিল্ডিংয়ের সময় পানি পানের বিরতিতে  আম্পায়ার শরফুদ্দৌলা ইবন শহীদ সৈকতের কাছে গিয়ে তাকে দেওয়া এলবিডব্লিউ সিদ্ধান্ত নিয়ে জানতে চান এবং অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করেন সাব্বির ।

আম্পায়াররা অভিযোগ আনার পর ম্যাচ শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে দোষ স্বীকার করে নেন সাব্বির। প্রথমবার এই ধরনের অপরাধের সর্বনিম্ন শাস্তি তিরস্কার করা; সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া।