দর পতনের শীর্ষে ইসলামী ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-১৩ ১৫:৩৩:৩৭
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৯৫ বারে ২৩ লাখ ৯৫ হাজার ১৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ২১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ স্টীলের কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৪৮ বারে ৩ লাখ ৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা যমুনা ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫২৮ বারে ১৩ লাখ ৮৭ হাজার ৫৪৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইউনিলিভার কনজিউমারের ২.৯৯ শতাংশ, এসিআই লিমিটেডের ২.৯৯ শতাংশ, এ্যাপেক্স ট্যানারির ২.৯৯ শতাংশ, সিঙ্গার বাংলাদেশের ২.৯৯ শতাংশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২.৯৮ শতাংশ, সোনালী পেপারের ২.৯৮ শতাংশ, বিচ হ্যাচারির ২.৯৮ শতাংশ দর কমেছে।
এসকেএস