রাবিতে আরইউসিসি ক্যারিয়ার উৎসব শুরু ২৮ সেপ্টেম্বর

আপডেট: ২০১৬-০৯-২৬ ১৮:৫৫:৫৫


ru-carrier-club-news-picরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী ‘বিডিজবস ডটকম আরইউসিসি ক্যারিয়ার উৎসব ২০১৬’ শুরু হতে যাচ্ছে ২৮ সেপ্টেম্বর বুধবার । সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের অর্থনীতি বিভাগের গ্যালারীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি কাজী মাহমুদ।

সম্মেলনে লিখিত বক্তব্যে আরো জানানো হয়, বুধবার সকাল ১০টায় র‌্যালীর মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। এদিন প্রেজেন্টেশান কম্পিটিশান ও বিজনেস কেস কম্পিটিশান নামে দুটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে।

এদিকে দ্বিতীয় দিন ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বেলা তিন টায় অনুষ্ঠিত হবে ‘প্রিপারিং ইউরসেলফ্ ফর লোকাল এ্যান্ড গ্লোবাল জব মাকের্ট’ শীর্ষক সেমিনার। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিডিজবস ডটকমের চীফ কমারশিয়াল অফিসার প্রকাশ রয় চৌধুরি। এদিন অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক তানভীর মোরশেদ, মিডিয়া এ্যান্ড কমিউনিকেশনসের সহকারী পরিচালক ইমরুল হাসান ও বিডিজবস ডটকমের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আলী ফিরোজ।

সানবিডি/ঢাকা/রাবি প্রতিনিধি/হৃদয়/এস