সাভারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৯-২৭ ১১:৪৪:৪৫
ঢাকার সাভারে সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার সকালে আমিন বাজারের রশিদ ডেন্টাল কেয়ারে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শাহ আলম, সাইদুর ও অজ্ঞাতপরিচয় একজন।
আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাসেদ মিয়া জানান, শ্রমিকরা রশিদ ডেন্টাল কেয়ারের সাইনবোর্ড লাগানোর সময় ওপরে থাকা প্রধান লাইনের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।