এনবিআর চেয়ারম্যান মুনিমকে অপসারণ
সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৮-১৪ ১৭:১৯:৫৩
অবশেষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিমকে অপসারণ করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবু হেনা মো. রহমাতুল মুনিমের (পরিচিতি নম্বর ২২২৫) সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে লাগাতার কর্মবিরতি চলছিল। বুধবার এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব বোর্ডের সামনে সভা-সমাবেশ করছেন। তারা চেয়ারম্যানের গ্রেফতার ও রিমান্ড পর্যন্ত দাবি করছেন।
এএ