হিযবুত নেতা মহিউদ্দিনের বিচার শুরু
প্রকাশ: ২০১৬-০৯-২৭ ১৩:১০:১৪
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদসহ ছয়জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতের আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল জানিয়েছেন, আগামী ২৪ অক্টোবর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
সানবিডি/ঢাকা/জেএইচ/এসএস