আলী ইমাম মজুমদারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদের নিয়োগ বাতিল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-১৬ ২০:০১:১৫
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের ‘প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী’ পদের নিয়োগ বাতিল করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) নিয়োগ বাতিল করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজ ১৬ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টার পদমর্যাদায়) আলী ইমাম মজুমদারের নিয়োগের অবসান করেছেন।
গত ১২ আগস্ট আলী ইমামকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী নিয়োগ দেয়া হয়েছিল। শুক্রবার বিকেলে আলী ইমাম মজুমদার এবং আরও তিন উপদেষ্টা বঙ্গভবনে শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।
এএ