ফাঁস হয়ে গেল যুবরাজের বিয়ের দিন

প্রকাশ: ২০১৬-০৯-২৮ ১১:৪০:৪৮


jobo-rajকবে বিয়ের পিঁড়িতে বসবেন যুবরাজ সিংহ এই নিয়ে চলছে গুঞ্জন। এতদিন কিছু জানা না গেলেও ফাঁস হয়ে গিয়েছে তাঁর বিয়ের দিন। অবেশেষে তার বিয়ের দিন ঘোষণা করা হয়েছে। যুবরাজ সিংহ ও হ্যাজেল কিচের শুভ পরিণয় সম্পন্ন হবে চলতি বছরের ৩০ নভেম্বর।  গতবছরই বাগদান পর্ব হয়ে গিয়েছিল দু’জনের। বাকি ছিল শুধু বিয়েটা।

সেই বিয়ের দিন ঘোষণা হয়ে গেল। বিয়ে ৩০ নভেম্বর হলেও রিসিপশন হবে ডিসেম্বরে। যুবি ও হ্যাজেল নিজেদের বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছেন। আগে শোনা গিয়েছিল ডিসেম্বরের ৫ অথবা ৭ তারিখে রিসিপশন হবে। সূত্রের খবর অনুযায়ী ৩০ নভেম্বরই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন যুবরাজ ও হ্যাজেল।