শেয়ার বিক্রয় করবে সাউথ বাংলার প্লেসমেন্ট শেয়ারহোল্ডার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-১৮ ১০:৪১:০৩
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির প্লেসমেন্ট শেয়ারহোল্ডার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ারহোল্ডার থারমেক্স টেক্সটাইল মিলস লিমিটেডের হাতে থাকা এসবিএসি ব্যাংকের ৩ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৭৭৮ শেয়ারের মধ্যে ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৫৬৩ শেয়ার বিক্রি করবে।
ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বর্তমান বাজার দরে ঘোষিত শেয়ার বিক্রয় সম্পন্ন করবে থারমেক্স টেক্সটাইল।
এসকেএস