পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফেরা হবে: শিক্ষা উপদেষ্টা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-১৮ ১২:৪৮:৪৪


পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রম সর্বক্ষেত্রে উপযোগী নয়। তবে যে শিক্ষার্থীরা ঢুকে পড়েছে তাদের বিপাকে ফেলে নয়, পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাবার পরিকল্পনা হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষায় বেহাল অবস্থা চলছে। রাজনীতিকরণ, দুর্নীতিকরণ হয়েছে। ৪০টি বিশ্ববিদ্যালয় অভিভাবকশূন্য। যোগ্য ব্যক্তিদের দিয়ে স্থান পূরণ করা হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষাঙ্গনকে সব দলীয় করণ থেকে বের করে আনা হবে। যতদূর পারি বাধা সৃষ্টি না করে আগের শিক্ষাক্রমে ফিরে যাবো।

তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয়, অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে যদি মানবসম্পদের উন্নয়ন না হয়, তাহলে কোনো দেশ উন্নত হয় না। সেক্ষেত্রে অর্থনীতি ও শিক্ষার মধ্যে যোগসূত্র আনার চেষ্টা করব।

গত শুক্রবার বিকেলে বঙ্গভবনে নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এম জি