দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-১৮ ১৫:৩৬:৪৮


সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি ৩৪৫ বারে ২ লাখ ৩ হাজার ২৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১৯ শতাংশ। ফান্ডটি ৯১৩ বারে ১৩ লাখ ৪৩ হাজার ৬১২ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ওয়াইম্যাক্স ইলেকট্রোডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ১৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮০ বারে ২১ লাখ ৪৬ হাজার ৫৭৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সাইফ পাওয়ারটেকের ৩.৮৪ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩.৩৯ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৩.৩৬ শতাংশ, বিচ হ্যাচারির ৩.৩৬ শতাংশ, ইসলামী ব্যাংকের ২.৫০ শতাংশ, কহিনুর কেমিক্যালের ২.০৭ শতাংশ এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ১.৫৬ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস