বিয়ে করছেন লিসা হাইডন
প্রকাশ: ২০১৬-০৯-২৮ ১৭:২৭:২৬
লিসা হাইডনের ফ্যানদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি ইনস্টাগ্রামে লিজা তার বয়ফ্রেন্ডের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘একেই বিয়ে করছি।’
লিসার এই বয়ফ্রেন্ডের নাম দিনো লালবানি। সম্প্রতি জুটি গ্রিস থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন। প্রায় এক বছর ধরে এই মার্কিন ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে আছেন লিসা।
বিয়ের কথা জানালেও কবে, কোথায়, বিয়ে করছেন সেসব গোপন রেখেছেন এই মডেল অভিনেত্রী। এদিকে ইনস্টাগ্রামে তার বিয়ের খবর জানাজানি হতেই বহু ফ্যান শুভেচ্ছা জানিয়েছে লিসাকে। খবর: ওয়ান ইন্ডিয়া।