দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-১৯ ১৫:২৪:২৭


সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১১২ বারে ৬৪ লাখ ৬৬ হাজার ৪৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০৯ শতাংশ। কোম্পানিটি ৭৩৯ বারে ১৮ লাখ ৬৪ হাজার ৮৭৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ১৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৮১ বারে ১৫ লাখ ৯৮ হাজার ৬৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ইসলামী ব্যাংকের ৭.৩৩ শতাংশ, জিকিউ বলপেনের ৬.৯১ শতাংশ, জেএমআই হসপিটালের ৬.৩২ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৬.২৬ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৫.৩৩ শতাংশ, বিকন ফার্মার ৪.৩২ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৪.২৮ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস