বকেয়া পরিশোধ না করায় গ্রিন টিভির সম্প্রচার বন্ধ
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০৮-১৯ ১৮:২৯:২৬
সম্প্রচার সেবার বকেয়া মূল্য পরিশোধে বারবার ব্যর্থতা ও পাঠানো নোটিশের শর্ত ভঙ্গ করায় গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন টিভি) স্যাটেলাইট সম্প্রচার সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিএল এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে সব বকেয়া পরিশোধ সাপেক্ষে গ্রিন টিভিকে পুনরায় সম্প্রচার সেবা প্রদান করা হবে। অন্যথায় বিদ্যমান চুক্তি বাতিল করে বকেয়া আদায়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেও চারবার গ্রিন টিভির সম্প্রচার সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। তবে বকেয়া বিল পরিশোধের প্রতিশ্রুতি দেওয়ায় সেবা কার্যক্রম পুনরায় চালু করা হয়।
বিএসসিএলের সঙ্গে গ্রিন টিভির স্যাটেলাইটভিত্তিক সম্প্রচার সেবার পাশাপাশি টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবা গ্রহণেরও চুক্তি আছে। তবে সেই সেবা গ্রহণের চুক্তি মোতাবেক বিল পরিশোধ না করায় গত মে মাস থেকে তাদের টিআরপি সেবা বন্ধ রাখা হয়। বর্তমানে ওই চুক্তি বাতিলের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এদিকে বিএসসিএল আরও কয়েকটি গ্রাহক প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া আদায়ের কাজ করছে। প্রতিষ্ঠানগুলোর বকেয়া পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি না হলে বিএসসিএলের পক্ষ থেকে একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।
মারুফ মেহরাব