কাশ্মিরে ভারতের হামলা, ২ পাকিস্তানি সেনাসহ নিহত ৪০

আপডেট: ২০১৬-১০-০১ ১০:৪১:১০


kasmirকাশ্মিরে পাকিস্তানি সীমান্তে ভারতের হামলায় দুই পাকিস্তানি সেনাসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।

পাকিস্তান-ভারতের মধ্যকার ‘লাইন অব কন্ট্রোল’ হিসেবে পরিচিত কাশ্মির সীমান্তে ভারি মর্টার ও অস্ত্র নিয়ে হামলা চালায় ভারত। দেশটির সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়ার জন্যই এ হামলা চালানো হয়। এই হামলায় ৩৮ জন জঙ্গি ও দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে। ইকোনমিক টাইমস