ঢাবিতে ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার

আপডেট: ২০২৪-০৮-২০ ১২:১২:১৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসিমউদদীন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুতফুর রহমান এবং কেন্দ্রীয় ছাত্রলীগের উপগণশিক্ষাবিষয়ক সম্পাদক মোস্তাকিম হোসেন রিয়াদের কক্ষ থেকে বোমা সদৃশ দুটি বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। গণরুম থেকে বিভিন্ন রাজনৈতিক রুমে ছাত্ররা শিফট হওয়ার সময় এসব অস্ত্র পাওয়া যায়।

সোমবার (১৯ আগস্ট) বেলা ২টার দিকে কবি জসিমউদদীন হলের ২২২ নং কক্ষে এ ঘটনা ঘটে। বস্তু দুটি উদ্ধারের পর বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পুলিশ আসে।

এছাড়াও হল ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ওয়ালিউল সুমনের (সুমন খলিফা) ৫২০ নং কক্ষ থেকে একটি রামদা ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।

হলটির প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আশিক খান বলেন, হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুতফুর রহমানের রুম থেকে ২টার দিকে বোমা সদৃশ দুটি বস্তু পাওয়া যায়। এসময় হলের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে পুলিশকে জানানো হলে তারা বোমা উদ্ধার করতে ডিসপোজাল ইউনিট ডাকে। এ নিয়ে হলের শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে কবি জসিমউদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খানকে একাধিকবার কল দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামরা দায়ের করা হয়েছে। হলের হাউজ টিউটর আসার অনেক পর প্রাধ্যক্ষ উপস্থিত হন। তিনি মামলা করতে রাজি না থাকলেও ছাত্রদের জোরাজোরিতে মামলা করতে বাধ্য হন।

এম জি