বে-লিজিংয়ের এজিএমের ভ্যানু পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-২০ ১২:৫৩:৪০


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভ্যানু পরিবর্তন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য কোম্পানিটির এজিএম রমনার ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির আসন্ন এজিএম হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। তাতে ভার্চুয়ালি যোগদানের পাশাপাশি বিনিয়োগকারীরা স্বশরীরে অংশগ্রহণ করতে পারবেন। স্বশরীরে যোগদানের জন্য ভ্যানু হিসেবে কোম্পানিটির শুরুতে কাকরাইলের আইডিইবি ভবন নির্বাচন করলেও অনিবার্য কারণবশত তা পরিবর্তন করে রমনার ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট নির্ধারণ করা হয়েছে।

 

এসকেএস