জবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশ: ২০১৬-১০-০১ ১০:১৩:৩৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি ) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুকÍবার একযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট বারটি পরীক্ষা কেন্দ্রে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত) ৫৬০টি আসনের (বাণিজ্য-৪৯০ ও অন্যান্য-৭০) বিপরীতে ২৭,৮২৫ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৫০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, “সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় এ পর্যন্ত তিনটি (‘বি’, ‘ই’ ও ’সি‘) ইউনিটের ভর্তি পরীক্ষায় কোন প্রকার অনিয়ম ও ডিজিটাল জালিয়াতি ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ।”
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, ‘সি’ ইউনিটের সভাপতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, প্রক্টর এবং সহকারী প্রক্টরগণ উপস্থিত ছিলেন। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল অতিশীঘ্রই প্রকাশ করা হবে। ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.jnu.ac.bd অথবা www.admission.jnu.ac.bd) ) পাওয়া যাবে।
সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস