রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিব জাহিদুর রহমানের পদত্যাগ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২১ ১৬:৫২:৪৮
বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিব ডা. মো. জাহিদুর রহমান পদত্যাগ করেছেন। বুধবার (২১ আগস্ট) অনুষদের গভর্নিং বডির সভাপতি এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে জাহিদুর রহমান উল্লেখ করেন, আমি ২০০৩ সালের ১ জানুয়ারি বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে চাকরিতে যোগদান করি। চাকরিকালীন সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে ২১ আগস্ট ২০২৪ তারিখে চাকরি থেকে পদত্যাগ করলাম।
তিনি বলেন, এমতাবস্থায় ২১ আগস্ট থেকে আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
বিএইচ