যমুনায় জরুরি বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা
আপডেট: ২০২৪-০৮-২২ ১৬:০৯:৫৫
দেশের বন্য পরিস্থিতি মোকাবিলাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টার কিছুক্ষণ পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে দেশের বন্যা পরিস্থিতি, পদোন্নতি বঞ্চিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনসহ বেশ কিছু আলোচনা হতে পারে। এছাড়া প্রথম দ্বিপাক্ষিক সফরে থাইল্যান্ডে যাবেন প্রধান উপদেষ্টা। এই বিষয়টি ক্যাবিনেটে আলোচনা হতে পারে।
বন্যায় দেশের ৬ জেলায় এখন পর্যন্ত অন্তত ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ক্ষয়ক্ষতির তথ্যে জানানো হয়েছে, বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ৬টি। কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার জেলা বন্যাকবলিত হয়েছে।
এম জি