কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
প্রকাশ: ২০১৬-১০-০১ ১২:৩৮:৫০
টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার এলেঙ্গা পৌর এলাকার পাথাইলকান্দি নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আছাবুর রহমান জানান, সকালে আলুভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উত্তরবঙ্গগামী ট্রাকের হেলপার নিহত হয়। এ সময় রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হলে পুলিশের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়।