সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১৯৮ কোটি টাকার লেনদেন

প্রকাশ: ২০১৬-১০-০১ ১৫:০৯:২৮


block-marketবিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে মোট ২০ কোম্পানি ও ৬ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৪ কোটি ৫৫ লাখ ৯০ হাজার ৪৩টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯৮ কোটি ৪৮ লাখ টাকা।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ইসলামী ব্যাংক লিমিটেড। এই ব্যাংকটি ২ কোটি ৫০ লাখ ১৪ হাজার ১০৮টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৭২ কোটি ৫৪ লাখ টাকা।

বেক্সিমকো ফার্মা ২০ লাখ ৭৬ হাজার ৪০টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১৭ কোটি ১৬ লাখ টাকা।

এল আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ১৬ লাখ ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ট্যানারি, এমারেল্ড অয়েল, মতিন স্পিনিং, সাউথইস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, মালেক স্পিনিং, এমবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, সোস্যাল ইসলামী ব্যাংক, ডিবিএইচ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ডাচ বাংলা ব্যাংক, আইডিএলসি, ব্যাংক এশিয়া, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা, লিন্ডেবিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ণ ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।

সানবিডি/ঢাকা/এসএস