দেলদুয়ারে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ: ২০১৬-১০-০১ ১৫:৩৬:৪৫
টাঙ্গাইলের দেলদুয়ারে ফজলু মিয়া (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি কোপাখী গ্রামের বুদ্দু মিয়ার ছেলে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফজলু মিয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি, নারীদের উত্যক্তসহ অনেক অভিযোগ রয়েছে। রাতে কে বা কারা তাকে এলোপাথারি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। মুমুর্ষ অবস্থায় প্রথমে দেলদুয়ার হাসপাতাল ও পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত আনুমানিক ৩ টার সময় তিনি মারা যান।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, ‘পরিকল্পিতভাবে ফজলু মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা লাশ নিয়ে ব্যস্ত। তারা এলেই মামলা নেয়া হবে।’