রোববার বিএনপির বিক্ষোভ, সোমবার সমাবেশ
প্রকাশ: ২০১৬-১০-০১ ১৬:০৭:২৬
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর বিএনপি। গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রোববার ও সোমবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপির এই শাখা।
শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে ভাষানী ভবনে এক যৌথসভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রবিবার ঢাকা সহানগরীর সকল থানায় থানায় বিক্ষোভ মিছিল পালন করা হবে। এ ছাড়া সোমবার বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
২০১৫ সালের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা এক মামলার অভিযোগপত্র গ্রহণ করে গত বৃহস্পতিবার এই পরোয়ানা জারি করেন মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী।গত বছরের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচারের পর ৮ জানুয়ারি এই মামলাটি হয়।
তারেক রহমান, একুশের টিভির তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালাম এবং সাংবাদিক কনক সারোয়ার ও মাহাথীর ফারুকীর বিরুদ্ধে মামলাটি করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই বোরহান উদ্দিন।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের মাগফেরাত কামনায় আগামী ৫ অক্টোবর দোয়া ও আলোচনা সভা করবে ঢাকা মহানগর বিএনপি। তবে এর সময় ও স্থান পরে বিস্তারিত জানানো হবে বলে জানান মির্জা আব্বাস।
যৌথসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহসমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা ইউনুছ মৃধা, আনোয়ারুজ্জামান আনোয়ার, তানভীর রহমান রবিন, মুন্সী বজলুল বাসিত আঞ্জু, শামীম পারভেজ প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস