রোববার থেকে চলবে মেট্রোরেল, নতুন সূচি প্রকাশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২৪ ১৬:১৫:৪৩
৩৭ দিন বন্ধ থাকার পর চালু হতে যাচ্ছে রাজধানীর মানুষের স্বস্তির পরিবহন মেট্রোরেল। আগামীকল রোববার থেকে নিয়মিত শিডিউলে চলাচল করবে শহরের মানুষের প্রিয় এ বাহন। তবে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশনে থামবে না কোনো ট্রেন।
শনিবার (২৪ আগস্ট) মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এর আগে ডিএমটিসিএল জানিয়েছিল, বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে। রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।
প্রকাশিত সূচি অনুযায়ী- উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ছাড়বে মেট্রোরেল। অপরদিকে এখান থেকে সর্বশেষ ছাড়া হবে রাত ৮টা ৩০ মিনিটে। এ ছাড়া মতিঝিল থেকে সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম ছাড়বে মেট্রোরেল। এখান থেকে সর্বশেষ ছাড়বে রাত সোয়া ৯টায়। প্রতি ১০ মিনিট, আট মিনিট, ১২ মিনিট পর পর ছাড়া হবে মেট্রোরেল।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিএইচ