ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৮-২৬ ২০:৪১:১৭


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

সোমবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে।

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান পদত্যাগী উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি বেসরকারি ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে সহ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন উপাচার্য অধ্যাপক নিয়াজ খান ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার, ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সিনিয়র একাডেমিক অ্যাডভাইজর, বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন (অরণ্যক) ফাউন্ডেশনের চেয়ারম্যান।