বানভাসিদের সহায়তায় একদিনের বেতন দেবেন জাবি শিক্ষকরা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২৬ ১৯:১৩:১৫
চলমান বন্যা পরিস্থিতিতে বানভাসি মানুষের সহায়তায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা।
সোমবার (২৬ আগস্ট) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোতাহার হোসেন এ তথ্য জানান।
এরআগে, রোববার (২৫ আগস্ট) সকাল ১০টায় শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যাপক মোতাহার হোসেন বলেন, দেশের ১০-১২টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ দিয়ে বন্যার্তদের পাশে থাকতে চাই। আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা ‘বন্যার্তদের পাশে জাহাঙ্গীরনগর’ ব্যানারে স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের মাধ্যমে বন্যার্তদের কাছে পৌঁছে দেব।
এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্বিবদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তাদের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ বন্যাকবলিত এলাকার জনগণকে দেওয়ার ঘোষণা দেয়।
বিএইচ