লংকাবাংলা ফিন্যান্সের ইজিএম ২৪ অক্টোবর

প্রকাশ: ২০১৬-১০-০২ ১১:১০:১৭


LankaBanglaFinance-600x371ব্যাংক বর্হিভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওইদিন সকাল ১০টায় হোটেল সারিনা, ২৭ বনানী  সি/এ, রোড-১৭ তে ইজিএম অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, লংকাবাংলা ফিন্যান্স ১৫০ কোটি টাকার কমার্শিয়াল পেপার ইস্যু করবে। এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০০ কোটি টাকা থেকে ১ হাজার কোটি টাকা পর্যন্ত অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এ কারণেই কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ইজিএম আহ্বান করেছে।

সানবিডি/ঢাকা/এসএস