রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৮-২৮ ০৯:৫৮:৫৯


রাজশাহীতে হামলা ও মারধরের শিকার হয়েছেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রলীগ নেতা ডা. মোস্তফা জামান লাবিব।

সোমবার (২৬ আগস্ট) রাতে হাসপাতাল থেকে বের হওয়ার সময় তাকে বেধড়ক মারপিট করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বঙ্গবন্ধু ছাত্র পরিষদের রাজশাহী মহানগর শাখার প্রচার সম্পাদক পদে আছেন।

ডা. লাবিবের মা অভিযোগ করে বলেন, আমার ছেলেকে অনৈতিকভাবে মারধর করা হয়েছে এবং উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। আমার ছেলের একটি হাত ভেঙে গেছে এবং শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। একটি নির্দিষ্ট দলের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ছেলেকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। এটা মোটেও আশা করিনি।

সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন, সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে হুমকি তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন লাবিব। তাদের আন্দোলন দমন করতে প্রশাসনের সঙ্গে যোগসাজশ করছিলেন এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালায়ে ছিলেন। ঘটনার দিনও তিনি শিক্ষার্থীদের হুমকি দেন। পরে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নির্যাতন ও হুমকির প্রতিশোধ হিসেবে তাকেও গণপিটুনি দেয়।

এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর জানান, এখন পর্যন্ত এই বিষয়ে থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি। তবে কোনো ব্যক্তি অভিযোগ করলে পুলিশ অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেবে।

এম জি