‘১০ টাকায় চাল কর্মসূচিতে অনিয়ম হলে জেলে’

আপডেট: ২০১৬-১০-০২ ১৪:৪০:১৩


kamrulখাদ্যবান্ধব’ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজিতে চাল বিতরণের তালিকা প্রণয়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ডিলারদের কোনো অনিয়ম বা দুর্নীতি পাওয়া গেলে তাদেরকে জেলে পাঠানো হবে।

আজ রোববার রাজধানীর খাদ্য ভবনে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের (আরসি ফুড) সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, এটি খাদ্য মন্ত্রণালয়ের একটি নিজস্ব কর্মসূচি; যা সয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে সংস্লিষ্ট। এখানে কোনো ধরনের অনিয়ম এবং দুর্নীতি চলবে না।

তিনি বলেন, কোনো অনিয়ম, দুর্নীতি বা রাজনৈতিক বিবেচেনায় ‘খাদ্যবান্ধব’ কর্মসূচির তালিকা তৈরির কোনো অভিযোগ পাওয়া গেলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কামরুল ইসলাম বলেন, নির্ধারিত নিয়মের মধ্যে ডিলার নিয়োগ এবং চাল বণ্টন করতে হবে; কোনো অনিয়ম চলবে না। ডিলারদের ক্ষেত্রে কোনো অনিয়ম বা দুর্নীতি পাওয়া গেলে তাদেরকে জেলে পাঠানো হবে।

সারাবিশ্বে এই কর্মসূচির সুনাম ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এই কর্মসূচির জন্য সারাবিশ্বে আমাদের সুনাম রয়েছে। প্রধানামন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক অবদানের কারণে তাকে পুরস্কৃত করা হচ্ছে। তার এই অর্জনকে আমাদের ধরে রাখতে সততা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।

নিম্নপদস্থ কর্মচারীদের কোনো অনিয়ম জানা গেলে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের জন্য ডিসি ও আরসি ফুড কর্মকর্তাদের নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, এখন পর্যন্ত বাস্তবায়িত সব কর্মসূচির মধ্যে সবচেয়ে সফল কর্মসূচি হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করতে চাই। এই কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন ও সফল করার জন্য গণামাধ্যমকেও ইতিবাচক হতে হবে।

এসময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব এ.এম. বদরুদ্দোজা, খাদ্য বিভাগের মহাসচিব মো. বদরুল হাসানসহ বিভিন্ন জেলার খাদ্য নিয়ন্ত্রক ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/এসএস