সূচকের সাথে কমেছে লেনদেনও

প্রকাশ: ২০১৬-১০-০২ ১৫:২২:৩৭


DSE.CSEদেশের দুই স্টক এক্সচেঞ্জে রোববার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনের পরিমাণও কমে গেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৫৩১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৬৮১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৬ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

সানবিডি/ঢাকা/এসএস