সমন্বয়কদের নামে যেন চাঁদাবাজি না হয়: সারজিস আলম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২৯ ১৪:৫৯:১৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, এমনটা যাতে কেউ করতে না পারে সে জন্য দুদকে এসেছি। বিষয়টি দুদক চেয়ারম্যানকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। আলাপ শেষে দুপুর দেড়টার দিকে তারা বেরিয়ে যান।
সারজিস আলম বলেন, সমন্বয়কদের নামে যারা চাঁদাবাজি করছে তাদেরকে লকারবন্দি করতে হবে। গত ১৬ বছরে দুদকের ইমেজ সংকট তৈরি হয়েছিল, সেটা যেন তারা ফিরিয়ে আনতে সচেষ্ট হয়। জনগণের আস্থা আসে। সেটা নিয়ে চেয়ারম্যানের আলোচনা করেছেন বলেও জানান এই সমন্বয়ক।
এসময় আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, মন্ত্রী, এমপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা পুলিশ ও প্রশাসনের অনেকের নামে দুদকে মামলা হচ্ছে এসবের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের কোন সম্পর্ক নেই, দুদক স্বাধীনভাবে তাদের কাজ করবে।
এম জি