বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলো তথ্য-সম্প্রচার মন্ত্রণালয়
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২৯ ১৭:৩৫:২১
সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন হিসাবে ৩৩ লাখ ৮৩ হাজার ৩৯৩ টাকার চেক জমা দিয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের কাছে পনেরোটি চেকের মাধ্যমে এ টাকা জমা দেওয়া হয়।
এর আগে গত ২৫ আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের আগ্রহের প্রেক্ষিতে একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের সহায়তা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থা চেকগুলো জমা দিয়েছে।
এছাড়া, বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের পক্ষ থেকে আজ সমিতির নেতৃবৃন্দ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার হাতে বন্যাদুর্গতদের সহায়তার জন্য ৩ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এসময় এসোসিয়েশনের সভাপতি মো: জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মুহা. শিপলু জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিএইচ