পুরুষ সহশিল্পীকে জড়িয়ে ধরায় নাইজেরিয়ায় অভিনেত্রী নিষিদ্ধ
প্রকাশ: ২০১৬-১০-০৪ ১২:২৭:০৩
মিউজিক ভিডিওতে পুরুষ সহশিল্পীকে জড়িয়ে ধরায় অভিনয়ে নিষেধাজ্ঞা পেলেন নাইজেরিয়ান চলচ্চিত্র অভিনেত্রী রাহমা সাদাউ। দেশের এক পপ তারকার এক মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন সাদাউ।
ভিডিওতে তার চরিত্র এক সবজি বিক্রেতার- গায়ক ক্লাসিক যার মন জয়ের চেষ্টা করছে। প্রথমে পাত্তা না দিলেও শেষে তিনি হার মানেন। এরপর কিছু ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করেন। ভিডিওটি প্রকাশের পরপরই সেদেশের মানুষের কোপানলে পড়ে যান রাহমা সাদাউ এবং সেই সাথে হাউসা চলচ্চিত্র শিল্প।
এই শিল্পের বিরুদ্ধে হাউসা এবং ইসলামি সংস্কৃতিকে অপমান করার অভিযোগ ওঠা শুরু হয়। চাপের মুখে হাউসা চলচ্চিত্র শিল্প সমিতি (মোপ্পান) মিস সাদাউকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। সমিতির সভাপতি মুহাম্মাদু মাইকাবা বিবিসিকে বলেছেন, ‘এর আগেও আমরা মি সাদাউকে কয়েকবার সাবধান করেছি.. তিনি আমাদের ভাবমূর্তির পরোয়া করেন না।’ মিস সাদাউ এখন ভারতে ছুটি কাটাচ্ছেন। তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিবিসি
সানবিডি/ঢাকা/এসএস