নজরুল বিশ্ববিদ্যালয়ে দূর্গা পূজার ছুটি ৯ অক্টোবর শুরু
প্রকাশ: ২০১৬-১০-০৪ ১৬:৪৯:০১
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃসনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব শ্রী শ্রী দূর্গা পূজা উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আগামী নয়ই অক্টোবর রোজ রবিবার থেকে ছুটি ঘোষণা করেছে।
উপাচার্য দপ্তরের উপপরিচালক(জনসংযোগ) এসএম হাফিজুর রহমান জানান, দূর্গা পূজা উপলক্ষে আগামী নয়ই (০৯/১০/২০১৬) অক্টোবর রোজ রবিবার থেকেআগামী তেরই (১৩/১০/২০১৬) অক্টোবর রোজ বৃহঃস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা এবং অফিসসমূহ বন্ধ থাকবে ।
আগামী ১৪ ও ১৫ তারিখ রোজ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায়১৬ই অক্টোবর রোজ রবিবার থেকে বিশ্ববিদ্যলয়ের সকল কার্যক্রম যথারীতি চালু হবে।
সানবিডি/ঢাকা/আ জিজার/এসএস