ইউরোপে নতুন ওষুধ রপ্তানির অনুমোদন পেল রেনাটা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-০২ ১৬:৫৮:৫৪
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপে নতুন ওষুধ রপ্তানি করার অনুমোদন পেয়েছে। কোম্পানিটি ইইউ বিকেন্দ্রীভূত পদ্ধতির (ডিসিপি) অধীনে ক্যাবারগোলিন নামের ০.৫ মিলিগ্রাম ট্যাবলেট রপ্তানি করবে।
সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক একচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, অনুমোদন পাওয়া কোম্পানিটির নতুন এ ওষুধটি ইউরোপীয় ইউনিয়নের তালিকাভুক্ত আয়ারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, ইতালি, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, নরওয়ে এবং স্পেনের মতো দেশে রপ্তানি করা হবে। এটি হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া এবং পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।
কোম্পানিটি জানিয়েছে, ইউরোপীয় বাজারের চাহিদা মাথায় রেখে কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা মেনে ওষুধটি তৈরি করা হবে। ব্যাপক রোগীর সুবিধা নিশ্চিতে এবং বিভিন্ন কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ইউরোপজুড়ে বিতরণ করা হবে ওষুধটি।
বাংলাদেশের স্থানীয় বাজারে ট্যাবলেটটি ‘ক্যাবোলিন’ নামে পাওয়া যায়।
এএ