কক্সবাজারে ৩ দিনব্যাপী শিক্ষক সম্মেলন

প্রকাশ: ২০১৬-১০-০৪ ১৮:৪০:১৮


coxsবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে তিনদিন ব্যাপী শিক্ষক সম্মেলন। এতে সারাদেশের ৩৫০ জন শিক্ষক অংশ নিয়েছেন। সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে এবার সেরা ২০০ শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা।
তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও ‘বিশ্ব শিক্ষক দিবস-২০১৬’ উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ৪-৬ অক্টোম্বর তিনদিন ব্যাপী শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “শিক্ষকদের মূল্যায়ন, তাদের অবস্থার উন্নয়ন”। কক্সবাজার বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে সারা দেশ থেকে নির্বাচিত মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনা ও ডিজিটাল কনটেন্ট নির্মাণকারী সেরা ৩৫০ শিক্ষক অংশ নিয়েছেন। এরমধ্যে ১৫০ জন কক্সবাজারের স্থানীয় শিক্ষক। তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ২০০ জনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
তিনি বলেন, শিক্ষক সম্মেলনের উদ্দেশ্য হলো শিক্ষার গুণগত মানোন্নয়নে কার্যকর অবদান রাখতে শিক্ষকদের উদ্বুদ্ধ করা, পেশাগত উন্নয়নে শিক্ষকদের অনুপ্রাণিত করে ডিজিটাল কনটেন্ট নির্মাণ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহারে উৎসাহী ও সেরা প্রতিশ্রুতিশীল শিক্ষকদের একত্রিত করে একটি সহযোগিতামূলক মঞ্চের মাধ্যমে তাদের নিজ নিজ ক্ষেত্রে আরও এগিয়ে যেতে সহায়তা করা।
নাঈমুজ্জামান মুক্তা বলেন, মডেল কনটেন্ট নির্মাণ ফ্রেইমওয়ার্কের আওতায় শিক্ষকেরা ১ হাজার ৫৪টিরও বেশি কনটেন্ট প্রস্তুত করেছেন। এসব মডেল কনটেন্ট নির্মাণকারী শিক্ষকদের মধ্যে ৪১ জনকে সেরা হিসেবে পুরস্কৃত করা হবে। মডেল কনটেন্ট নির্মাণে সহযোগিতা ও দিকনির্দেশা প্রদানের জন্য ৪০ জন সেরা প্রধান শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়া হবে। এছাড়াও শিক্ষক বাতায়নে বিশেষ অবদানের জন্য ৭৭ পাচ্ছেন ‘সপ্তাহের সেরা শিক্ষক’ সম্মাননা। একইভাবে ২০১৪ ও ২০১৫ সালে অনুষ্ঠিত ‘মাল্টিমিডিয়া কনটেন্ট ডেভেলপমেন্ট প্রতিযোগিতায়’ সেরা কনটেন্ট নির্মাতা ৩৫ শিক্ষক পাচ্ছেন ‘সেরা কনটেন্ট নির্মাতা’ পুরস্কার। সব মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ২০০ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আলী হোসেন, এটুআই প্রকল্পের ই-লার্নিং বিশেষজ্ঞ প্রফেসর ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম মজুমদার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রাম মোহন সেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম সিদ্দিকুর রহমান প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস