টাঙ্গাইলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৪
আপডেট: ২০১৬-১০-০৫ ১৯:১৩:০৯
টাঙ্গাইলের কালিহাতিতে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার যোকারচর এলাকায় এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্ট ভর্তি ট্রাক ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যোকারচর এলাকায় পৌঁছলে সামনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন।
সানবিডি/ঢাকা/এসএস