খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী
আপডেট: ২০১৬-১০-০৬ ১০:১৪:২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের গৃহিত খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বুধবার বিকালে দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষুধামুক্ত দেশ গড়তে খাদ্যবান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিতে অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের চিলমারীতে ১০ টাকা কেজি দরে চাল বিরতণ কর্মসূচির উদ্বোধন করেন।