বন্ধ হচ্ছে সালমানের বিগ বস ১০-এর সম্প্রচার!

প্রকাশ: ২০১৬-১০-০৬ ১১:৫৮:৫৪


salman-big-bossপাকিস্তানি অভিনেতারা জঙ্গি নন, তাঁরা লাইসেন্স নিয়ে এদেশে অভিনয় করতে এসেছিলেন৷ তাই বলিউড থেকে তাঁদের ব্রাত্য করার কোনও কারণ নেই৷ সুপারস্টার সালমান খানের এমন মন্তব্যে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে৷ ফওয়াদ খান, মাহিরা খানদের মতো পাক অভিনেতাদের পাশে দাঁড়ানোয় শিব সেনা, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার রোষের মুখের পড়েছেন সালমান৷ প্রশ্ন উঠেছে, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে সালমান কেন পাক অভিনেতাদের পক্ষে সওয়াল করছেন? প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ নিয়ে দেশের মাটিতে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন দাবাং খান৷ অথচ সেই পাকিস্তানই সালমানের থেকে মুখ ফিরিয়ে নিল৷

উরিতে জঙ্গি হামলায় শহিদ ভারতীয় জওয়ানদের পাশে দাঁড়িয়ে ভারতীয় সমস্ত টিভি চ্যানেল পাকিস্তানে সম্প্রচার বন্ধ করে দিয়েছে৷ ফিরিয়ে দেওয়া হয়েছে পাক অভিনেতা ও টেকনিশিয়ানদেরও৷ ভারতের এমন পদক্ষেপের পর পাক মুলুকও চুপ করে বসে থাকেনি৷ পাকিস্তান ইলেকট্রনিক্স মিডিয়া রেগুলেটরি অথরিটির তরফে জানিয়ে দেওয়া হয়, পাক টিভি চ্যানেলে কোনওরকম ভারতীয় অনুষ্ঠান দেখানো যাবে না৷ দেখাতে হলে বেশ কিছু দিন আগে নোটিশ দিতে হবে৷ এর আগে পাক চ্যানেলে ৬ শতাংশ ভারতীয় প্রোগ্রাম সম্প্রচারিত হত৷ কিন্তু নয়া নিয়ম অনুযায়ী কোনও ভারতীয় শো-ই পাক দর্শকরা দেখতে পাবেন না৷ আর সেই কারণে আসন্ন বিগ বসের দশম মরশুম দেখা থেকেও বঞ্চিত হবেন পাক দর্শকরা৷ যে রিয়ালিটি শোয়ের দীর্ঘদিনের সঞ্চালক সালমান খান৷

এর আগে একাধিক পাক অভিনেতা, মডেলরাও প্রতিযোগী হিসেবে বিগ বসের হাউসে এসেছেন৷ খ্যাতির শিখরেও পৌঁছেছেন৷ আসন্ন মরশুমে পাক মডেল কান্দিল বালোচের অংশ নেওয়ার কথা ছিল৷ কিন্তু অনার কিলিংয়ের শিকার হন তিনি৷ পাক অভিনেতাদের জন্য আওয়াজ তুলেও পাক মুলুকেই বাদের খাতায় পড়ল সালমানের শো৷ এবার কী বলবেন বলিউডের মাচো ম্যান?

সানবিডি/ঢাকা/এসএসন