জবিতে কাল থেকে দুর্গাপূজা ও আশুরা-এর ছুটি শুরু

প্রকাশ: ২০১৬-১০-০৬ ১৮:৩৪:৫৭


JNUজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) তে দুর্গাপূজা ও মহ্্ররম (আশুরা) উপলক্ষে আগামী ৯ অক্টোবর (রবিবার) হতে ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত সকল ক্লাশ বন্ধ থাকবে এবং ১০ অক্টোবর (সোমবার) থেকে ১২ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। আগামী কাল শুক্্রবার হওয়ায় কাল থেকেই ছুটি শুরু হবে ।

সানবিডি/ঢাকা/এসএস