নজরুল বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব ডেভেলপমেন্ট  স্টাডিজ কোর্স চালু

প্রকাশ: ২০১৬-১০-০৬ ১৮:৪৪:৫১


JKKNIU11বাংলাদেশ তথা বিশ্বে শিক্ষার্থীদের উজ্জ্বল ক্যারিয়ার গড়ার  অন্যতম একটি বিষয় হচ্ছে  ডেভেলপমেন্ট স্টাডিজ বা উন্নয়ন অধ্যয়ন বিভাগ।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টি করেছে  উন্নয়ন অধ্যয়ন  বিষয়ে পড়াশুনার। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন মেজর ইকোনমিক্স ফর ডেভেলপমেন্ট, গভার্নেন্স ফর ডেভেলপমেন্ট বিষয়ের উপর সপ্তাহান্তিক মাস্টার্স অব ‘ডেভলপমেন্ট স্টাডিজ (এমডিএস) কোর্স ২০১৭- শীতকালীন সেশনের ভর্তি আবেদন শুরু হয়েছে। আগামী ০৭ নভেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত ১ম ব্যাচে ভর্তির আবেদন করা যাবে।

(এমডিএস) কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর রেহনুমা ফেরদৌস জানান, ২০১৭-শীতকালীন সেশনে সপ্তাহান্তিক মাস্টার্স প্রোগ্রামের ভর্তির আবেদন আগামী ০৭ অক্টোবর ২০১৬ থেকে শুরু হয়ে আগামী ০৭ নভেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত চলবে। ভর্তি ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jkkniu.edu.bd ) থেকে সংগ্রহ  সংগ্রহ করা যাবে। (এমডিএস)কোর্সে ভর্তির জন্য আবেদনকারীকে যেকোন

বিষয়ে চার বছরের স্নাতক/স্নাতকত্তোর ডিগ্রী এবং সর্বনিন্ম সিজিপিএ ২.০০ থাকতে হবে ।আগামী ১০ ডিসেম্বর ২০১৬ আবেদনকারীদের ভর্তি পরীক্ষা  সামাজিক বিজ্ঞান অনুষদের বিল্ডিংএ অনুষ্ঠিত হবে।

সানবিডি/ঢাকা/আজিজার/এসএস